Main Menu

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা রাজস্ব মেলায় ১ কোটি ৩২ লাখ টাকা বকেয়া আদায়

+100%-

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা কর্তৃক আয়োজিত তিন দিনব্যাপী রাজস্ব মেলায় ১ কোটি ৩২ লাখ টাকা বকেয়া আদায় হয়েছে।

বৃহস্পতিবার মেলার সমাপনী দিবসের অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার তিন দিনব্যাপী ‘পৌর রাজস্ব মেলা-২০২৪’ এদিন বিকালে শেষ হয়।

শহরের বঙ্গবন্ধু স্কয়ারের জাতীয় বীর আবদুল কুদ্দুস মাখন পৌর মুক্ত মঞ্চে আয়োজিত রাজস্ব মেলার সমাপনী অনুষ্ঠানে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র মিসেস নায়ার কবির।

সমাপনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবদুল কুদদূস, নির্বাহী প্রকৌশলী মো. কাউসার আহমেদ, হিসাবরক্ষণ কর্মকর্তা মো. গোলাম কাউসার, সমাজ উন্নয়ন কর্মকর্তা মোখলেছুর রহমান, সহকারি প্রকৌশলী সবুজ কাজী, নগর পরিকল্পনা কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, উপ-সহকারি প্রকৌশলী সুমন দত্ত, উপ-সহকারি প্রকৌশলী সোহেল ভূইয়া, কর আদায় শাখার প্রধান মো. ইলিয়াস মিয়া প্রমুখ।

পৌরসভা সূত্রে জানা গেছে, ২০২৩-২৪ অর্থ বছরে নাগরিকদের কাছে ১২ কোটি ৮৭ টাকা পাওনা রয়েছে পৌরসভার। মেলার তিনদিনে মোট তিন কোটি টাকা আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এ লক্ষ্যে মেলায় এসে কর দিলে ছাড় ও ২৫টি পুরস্কার দেওয়ার ঘোষণা দেওয়া হয়। তবে তিনদিনে হোল্ডিং, পানি, ট্রেড লাইসেন্স বাবদ মাত্র ১ কোটি ৩২ লাখ টাকা আদায় হয়েছে। কর দিতে নাগরিকদের উৎসাহ প্রদানে সমাপনী অনুষ্ঠানে লটারি কূপনের মাধ্যমে ২৫টি পুরস্কার দেয়া হয়।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবদুল কুদদূস জানান, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ২০২৩-২৪ অর্থ বছরের মোট রাজস্ব আদায়ের দাবির পরিমাণ ২৩ কোটি ১৮ লাখ টাকা। এর মধ্যে বিগত ২০২৩-২৪ অর্থ বছরের ফেব্রুয়ারি পর্যন্ত আট মাসে রাজস্ব আদায় হয়েছে ১০ কোটি ৩১ লাখ টাকা।

বকেয়ার পরিমাণ ছিলো ১২ কোটি ৮৭ লাখ টাকা। আয়োজনটি দেশের মধ্যে প্রথমবার হলো। যে কারণে আমাদের লক্ষ্যমাত্রা পূরণ না হলেও একটি আয়োজন হয়েছে। নাগরিকরা এতে কর দিতে উৎসাহিত হবে।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবির বলেন, ‘বাংলাদেশে প্রথমবারের মত পৌরসভার রাজস্ব মেলা আমাদের এখানে শুরু করেছি। করদাতাদের আমরা উৎসাহিত করে তুলতে আমরা এই মেলার আয়োজন করেছি।’






Shares