Main Menu

Wednesday, July 11th, 2018

 

এক মহান ব্যক্তিত্ব ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম ভূঁইয়া: মোঃ তারিকুল ইসলাম সেলিম

এক মহান ব্যক্তিত্ব বাংলাদেশ রেলওয়ের সাবেক অতিরিক্ত সচিব ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম ভূঁইয়া । সংক্ষেপে ( আর. আই ভূঁইয়া ) নামেই সকল মহলে তাঁর পরিচয় সমাদৃত । পরিচ্ছন্ন  রুচিশীল অভিজাত ব্যক্তিত্বের অধিকারী সর্বোজন শ্রদ্ধীয় ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম ভূঁইয়ার কর্মজীবনের সোনালী অধ্যায় ছিল অত্যার্ন্ত গৌরবের । মানবতাবাদী, পরোপকারী একজন ভালো মানুষ হিসেবে সমাজে তাঁর সুুখ্যাতি ও সম্মান আজও পর্বতসম । বিপদে মানুষের পাশে দাঁড়ানো, সহযোগীতার হাত বাড়িয়ে দেওয়ার মধ্যেই থাকে মনুষ্যত্বের পরিচয়, সত্যিকার মানুষের মহানুভবতা । সেজন্য তিনি আমাদের কাছে সব সময় রয়েছেন কিংবন্তিতুল্য । যাঁর কথা সামনে আসলে এক ধরনের শ্রদ্ধা-সম্মান-ভালবাসাবিস্তারিত


কবি আল মাহমুদের ৮৩তম জন্মদিন আজ

বাংলা কবিতা যাঁদের হাত ধরে আধুনিকতায় পৌঁছেছে, কবি আল মাহমুদ তাঁদের অগ্রগণ্য। যেন ঐশ্বরিক ক্ষমতা রয়েছে তাঁর কলমের কালিতে। আল মাহমুদের কলম বাংলা সাহিত্যকে করেছে আরো উর্বর। সাহিত্যের সকল শাখাতেই তাঁর সমান পদচারণা। তাঁর লেখনীর ব্যতিক্রম স্বাদের জন্য তিনি বারবার আলোচিত হয়েছেন। হয়েছেন অসংখ্যবার পুরস্কৃত। ১১ জুলাই, ১৯৩৬। ব্রাহ্মণবাড়িয়া জেলার মৌড়াইল গ্রামে প্রবল বর্ষণের এক রাতে জন্মগ্রহণ করেছিলেন বাংলাদেশের অন্যতম প্রধান কবি আল মাহমুদ। আজ ১১ জুলাই, ২০১৫, কবি আল মাহমুদের ৮০তম জন্মবার্ষিকী। ১৯৩০-এর কবিদের হাতে বাংলা কবিতায় যে আধুনিকতার ছোঁয়া লেগেছে, তার সাফল্যের ঝাণ্ডা আল মাহমুদ বিংশ শতাব্দীর মধ্যভাগবিস্তারিত


৬৬ বছর পর হাতের নখ কাটাবেন শ্রীধর, সংরক্ষিত থাকবে রিপ্লি-র সংগ্রহশালায়

পুণের বাসিন্দা শ্রীধর চিল্লাল এমনটা অতি-সাধারণ কাজ করতে চলেছেন, যা তিনি গত ৬৬ বছরে করেননি। নিজের হাতের নখ কাটার সিদ্ধান্ত নিয়েছেন ৮২ বছরের এই বৃদ্ধ। শ্রীধরের নখ আর পাঁচজনের মতো নয়। বিশ্বের দীর্ঘতম নখের জন্য ‘গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস’ এবং ‘রিপ্লিজ বিলিভ ইট অর নট’-এ নাম রয়েছে তাঁর। বাঁহাতের নখ শেষবার ১৯৫২ সালে কেটেছিলেন শ্রীধর। রেকর্ড অনুযায়ী, বাঁহাতের নখের মোট দৈর্ঘ্য হল ৯০৯.৬ সেন্টিমিটার (৯.১ মিটার)। এর মধ্যে, বাঁহাতের বুড়ো আঙুলের নখের দৈর্ঘ্য সবচেয়ে বেশি (১৯৭.৮ সেন্টিমিটার)। অর্থাৎ, প্রায় ২ মিটার। কিন্তু, সম্প্রতি নিজের নখ কাটাতে মনস্থির করেন শ্রীধর।বিস্তারিত


কসবায় দেশীয় অস্ত্রসহ একজন গ্রেফতার ।টিকেট কালোবাজারী ২দিনের রিমান্ডে

খ.ম.হারুনুর রশীদ ঢালী কসবা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার পুলিশ পৌরসভার চড়নাল গ্রামের আরকান (৩৮)কে দেশীয় অস্ত্রসহ হাতে নাতে গ্রেফতার ও টিকেট কালোবাজারী বিশেষ ক্ষমতা আইনে মামলার প্রধান আসামী খলিল (৩৫) কে জিজ্ঞাসাবাদের জন্য আদালত থেকে কসবা থানার পুলিশ ২দিনের রিমান্ডে আনা হয়েছে বলে খবর পাওয়া যায়। গত ১০ জুলাই কসবা থানার কর্মরত এস আই মো: বেলাল হোসেন,এস আই কবীর হোসেন সঙ্গীয় অফিসারদের নিয়ে কসবা পৌর এলাকার চড়নাল গ্রামের আব্দু রাজ্জাকের পুত্র আরকানকে তরবারিসহ হাতেনাতে গ্রেফতার করে। তার বিরুদ্ধে কসবা থানায় একটি অস্ত্র মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে বুধবারেবিস্তারিত


কসবায় কৃষক মাঠ দিবস পালিত

কসবা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আইএফএমসির কৃষক মাঠ দিবস পালিত হয়েছে। প্রশিক্ষিত খামারী পরিদর্শন করেন কুমিল্লা অঞ্চলের খামার সহয়তাকারী মো: লিয়াতক আলী। এ সময় উপস্থিত ছিলেন কসবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী,মো:অহিদুর রহমান,নিতিশ চন্দ্র মজুমদার, কৃষক সহয়তাকারী মো:ইসমাইল,মজিবুর রহমান ও মোবারক হোসেন,সাংবাদিক জহিরুল ইসলাম জালাল প্রমুখ। উপজেলার বিনাউটি ইউনিয়নের ব্রাহ্মমন গ্রামে ৩৩দিন স্থানীয় কৃষক-কৃষাণীদের খামার প্রশিক্ষণ শেষে ১১ জুলাই বুধবার দুপুরে ৫০জন খামারীকে নগদ অর্থসহ কৃষি সামগ্রী প্রদান করা হয়।


আখাউড়ায় বিশ্বজনসংখ্যা দিবস পালিত

সাদ্দাম হোসাইন,আখাউড়া::  “পরিকল্পিত পরিবার সুরক্ষিত মানবাধিকার” প্রতিবাদ্য বিষয়কে গুরুত্ব দিয়ে আখাউড়া উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তর আয়োজনে যথাযোগ্যমর্যাদায় পালিত হয়েছে বিশ্বজনসংখ্যা দিবস। গতাকাল বুধবার( ১১ জুলাই) সকালে উপজেলা পরিষদ মিলনায়তন থেকে র‌্যালীটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়নে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালীতে পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও মাঠ কর্মীরা অংশ নেয়। পরে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুজ্জামানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা আমেনা খাতুন, সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাথী চৌধুরী, ডাঃ হাসমত আরা জাহান শেলী ও এনজিও কর্মকর্তাবিস্তারিত