Main Menu

Monday, March 26th, 2018

 

ব্রাহ্মণবাড়িয়ায় মহান স্বাধীনতা দিবস পালিত হচ্ছে

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় মহান স্বাধীনতা দিবস পালিত হচ্ছে। সুর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্যে দিয়ে দিবসটির সূচনা করা হয়। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি, জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান ও পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম শহরের ফারুকী পার্কের স্মৃতি সৌধে শহীদদের স্মরণে পুস্পস্তবক অর্পণ করেন।   এরপর স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামীলীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করেন। এদিকে স্বাধীনতা দিবসকে উদযাপনে কুচকাওয়াজ, মিলাদ মাহফিলসহ দিনব্যাপী নানা প্রস্তুতি নেয়া হয়েছে।