Main Menu

মালবাহী ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত :: ৩ ঘন্টা পর ঢাকা-চট্টগ্রাম ট্রেন চলাচল স্বাভাবিক

+100%-

ডেস্ক ২৪:: তিন ঘন্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। সোমবার দুপুর ১টায় ত্রুটিপূর্ণ রেললাইনের মেরামত কাজ শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাস্টার মো. মহিদুর রহমান জানান, রোববার আশুগঞ্জের তালশহর রেলওয়ে স্টেশনের আউটারে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী একটি মালবাহী ট্রেনের ইঞ্জিন বিকট শব্দে লাইনচ্যুত হয়। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামত কাজের জন্য সোমবার সকাল ১০টা থেকে আপ লাইন ও ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। পরে মেরামত কাজ শেষে বেলা সাড়ে ১১টার দিকে আপ লাইনে এবং দুপুর ১টার দিকে ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এর আগে রোববার বেলা পৌনে ১১টার দিকে আশুগঞ্জের তালশহর রেলওয়ে স্টেশনের আউটারে চট্টগ্রামগামী একটি মালবাহী ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়।

110






Shares