Main Menu

পিতার লাশে চিতাগ্নী দিয়েই পরিক্ষার হলে পুত্র!

+100%-

নবীনগর প্রতিনিধি: বাবার হাত ধরেই গত শনিবারে চলতি এস,এস,সি পরিক্ষার হলে এসেছিলো অয়ন নন্দী।
পরের পরিক্ষার দিনে হটাৎ অসুস্থ বাবাকে ঢাকায় পাঠিয়ে দিয়ে হলে আসে অয়ন।আর গতকাল শনিবারে গণিত পরিক্ষায় আসে বাবার লাশ শ্মশানে চিতাগ্নী দিয়ে!
যার জীবনের হিসেবের খাতাটা বিধাতা মুহুর্তেই দিয়েছেন ওলট-পালট করে,সে কিনা এসেছে পরিক্ষার অংক মেলাতে!
অয়ন নন্দী, ব্রাহ্মণবাড়ীয়া জেলার নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের শাহবাজপুর গ্রামের রঞ্জন নন্দীর বড় ছেলে ও নবীনগরের প্রতিধ্বনি অনলাইন সংবাদ পত্রের এডমিন সাংবাদিক বিপ্লব নিয়োগী তন্ময়ের (বড় বোনের ছেলে) ভাগনে।
সে এবার শ্যামগ্রাম মোহিনী কিশোর উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের এস,এস,সি পরিক্ষার্থী।
সলিমগঞ্জ এ,আর,এম উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সিট পরে তার। নয় ও এগার বছরের ছোট দুই ভাইয়ের সহ পুরো সংসারের দায়িত্বভার সে কি এই কৈশর বয়সে বইতে পারবে?
এ প্রশ্ন আশংঙ্কা এখন প্রতিবেশী সহ আত্মিয়-অনাত্মিয় সবার।
প্রয়াত রঞ্জন নন্দী লিভার পেনক্রাইটিস রোগে আক্রান্ত হয়ে ঢাকার পান্থপথে প্রথমে বি আর বি গ্যাষ্টোলিভার হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহষ্পতিবার দিবাগত রাত ১০:২০ মিনিটে পরলোক গমন করেন।



« (পূর্বের সংবাদ)



Shares