Main Menu

১০ই অক্টোবর খারঘর গনহত্যা দিবসের প্রস্তুতি সম্পূর্ণ

+100%-

10octআমিনুল ইসলাম,নিজস্ব প্রতিবেদকঃ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে চেতনা বিজরীত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়াইল ইউনিয়নের ঐতিহাসিক খারঘর গণহত্যায় ৪৩ জন শহীদদের স্মরণে আগামী ১০ অক্টোবর সোমবার সকালঃ ৯:০০ ঘটিকায় সময় খারঘর গণকবরে পুষ্পস্তবক অর্পণ,মিলাদ মাহফিল ও আলোচনা সভার প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে।বিষয়টি নিশ্চিত করেছে খারঘর সংরক্ষণ ও বাস্তবায়ন কমিটি সাধারন সম্পাদক এডঃমহিউদ্দীন আহমেদ জীবন।

এতে আরো জানানো হয়েছে প্রতিবারের মত এবার ও অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক সাংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এড. শাহ্ জিকরুল আহমেদ খোকন।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, বীরমুক্তিযোদ্ধা আল-মামুন সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আজিজুল ইসলাম, নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ পিপিএম,বড়াইল ইউপি চেয়ারম্যান জাকির হোসেন,বড়াইল ইউপি মুক্তিযোদ্ধা কমান্ডার জাহাঙ্গীর হোসেন,স্থানীয় মুক্তিযোদ্ধা,রাজনৈতিক ও সামাজিক ব্যাক্তিবর্গ ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাসহ স্কুল কলেজের ছাএরা উপস্থিত থাকবেন।পাশাপাশি সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বলা হয়েছে।






Shares