Main Menu

নবীনগরে যোগাযোগ ও উন্নয়ন বিষয়ক কর্মশালা

+100%-

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে প্রাথমিক বিদ্যালয়ের সাথে সম্পৃক্ত ব্যক্তিদের নিয়ে উপজেলার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আয়োজিত শিক্ষার হার বাড়ানোর লক্ষে যোগাযোগ ও উন্নয়ন বিষয়ক একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার (০৩/০৭)নবীনগর পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত এ কর্মশালায় ১৯টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক,এসএমসি কমিটির সভাপতি ও সাংবাদিকসহ ৪০জন অংশগ্রহন করে।

কর্মশালায় ছাত্রদের বিদ্যালয়ের ১০০% উপস্থিতি,ঝড়ে পড়া রোধ,বিদ্যালয়ে সুস্থ পরিবেশ ও সার্বিক উন্নয়ন কার্যকর করতে শিক্ষক ছাত্র অভিভাবকদের মধ্যে যোগাযোগ বাস্তবায়ন ও মনিটরিং এর উপর গুরুত্ব দেওয়া হয়। উপজেলা শিক্ষা কর্মকর্তা শরীফ রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্রগ্রাম বিভাগীয় শিক্ষা কর্মকর্তা তাপস কুমার পাল। বিশেষ অতিথি ছিলেন জেলা সহকারি শিক্ষা কর্মকর্তা লিটন দাস।






Shares