Main Menu

এখন থেকে মোবাইলও হত্যা হবে ?

+100%-


চুরি ঠেকাতে আইফোনে ‘কিল সুইচ’ বা ‘হত্যা’ সুইচ নিয়ে এলো অ্যাপেল। ফোন চুরি গেলে এই সুইচের মাধ্যমে ব্যবহারকারীরা স্থায়ীভাবে ফোনের ডেটা ‘লক’ এবং ‘ডিলিট’ করতে পারবেন।

অ্যাপেলের নতুন ফোন আইফোন সিক্স ও আইফোন সিক্স প্লাসে এ সুবিধাটি পাচ্ছে ব্যবহারকারীরা। এছাড়াও আইফোনের পুরানো মডেলগুলোতেও ইচ্ছামতো এই সুইচ ইনস্টল করতে পারবেন ব্যবহারকারীরা।

এই কিল সুইচকে ‘গেম চেঞ্জার’ বলে দাবি করেছেন আইনজীবী জর্জ গ্যাসকন। গ্যাসকন বহুদিন ধরে এই কিল সুইচকে ফোনে অন্তর্ভুক্ত করার জন্য চেষ্টা চালাচ্ছিলেন।

চলতি বছর এপ্রিল মাসে আরো ১০টি যন্ত্রপ্রস্তুতকারী সংস্থার সঙ্গে অ্যাপেলও ‘কিল সুইচ’কে নিজেদের নতুন স্মার্ট ফোনে অন্তর্ভুক্ত করে নেয়।



« (পূর্বের সংবাদ)



Shares