Main Menu

আসিফ মাতাবেন মালয়েশিয়া। আনন্দ মাতোয়ারা মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশীরা।

+100%-
শ্রমিকদের অধিকার আদায়ের দিন মহান মে দিবস উপলক্ষে মালয়েশিয়া রাজধানী কুয়ালালামপুর মাতাতে আসবেন বাংলাদেশের অত্যান্ত জনপ্রিয় কন্ঠ শিল্পী আসিফ আকবর। এসময়েরর জনপ্রিয় চ্যালেন আই সেরা কন্ঠের কোনাল, ক্লোআপ তারকা শশী ও ক্ষুদে গানরাজ আশা। কুয়ালালামপুরের ফুইসিউ হলে আগামী ১লা মে ২০১৩ দুপুর ২ ঘটিকায় এ প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে অনুষ্ঠানের সকল আয়োজন সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন অনুষ্টানের আয়োজক এম.এম.মাল্টিমিডিয়া কর্ণধার মামুন বিন আব্দুল মান্নান ও মিডিয়া পার্টনার সাপ্তাহিক প্রবাসীর বাণী নির্বাহি সম্পাদক এম.আমজাদ চৌধুরী রুনু। মালয়েশিয়াাতে বাংলাদেশী প্রোগ্রামে ব্যর্থতা থাকলেও ইতিমধ্যে বেশ কয়েকটি প্রোগ্রাম সফলতার মুখ দেখেছে। ইতিমধ্যে প্রোগ্রামের একটি ইমেজ তৈরি হয়েছে। আসিফ বাংলাদেশের ন্যায় মালয়েশিয়াতে  প্রবাসী বাংলাদেশীদের কাছে অত্যান্ত জনপ্রিয় কন্ঠশিল্পী তাছাড়া মালয়েশিয়াতে  আসিফের এটাই প্রথম কনসার্ট। আসিফের আগমনের সংবাদে আসিফ ভক্তদের আনন্দ উচ্ছ্বাস করতে দেখা যাচ্ছে। পোষ্টার, ব্যানারে ছেয়ে গেছে পুরো কুয়ালালামপুর। তাছাড়া ভেন্যুটি মুল কুয়ালালামপুরে থাকায় অনেকের জন্যে চিনতে অসুবিধা হবে না। চায়না টাউনের পাশে ফুইসিউ হল বেশ কিছু দিন বাংলাদেশের লালটিপ ছবির মহরত অনুষ্ঠি হয়েছে। ইতিমধ্যে আয়োজক মামুন বিন আঃ মান্নান জানান, আমরা প্রবাসী বাংলাদেশীদের মধ্যে ব্যাপক সাড়া পাচ্ছি। সবাই টিকিটের জন্যে আমাদের কাছে ফোন করেছে। ইতিমধ্যে টিকিটও আমরা বাজারে ছেড়েছি। আসিফের পাশাপাশি চ্যানেল আই ক্ষুদে গানরাজ আশা ও প্রবাসীদের হৃদয়ের মধ্যমণি। আশার গান শুনার প্রবাসীরা অপেক্ষা করছে। ১লা মে মহান শ্রমিক  দিবস থাকায় ঐ দিন মালয়েশিয়াতে  সকল কলকারখানা বন্ধ থাকবে। (প্রেস রিলিজ)






Shares