Main Menu

আইনমন্ত্রীর প্রতিশ্রুতি::৬ মাসের ভিতর কসবা হাসপাতালের চেহারা পাল্টে যাবে

+100%-

কসবা উপজেলা প্রতিনিধি(ব্রাহ্মণবাড়িয়া) ::   শনিবার বিকালে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের সাথে শুভেচ্ছা সহ মতবিনিময় করেন আইনমন্ত্রী আনিসুল হক এমপি।


বিশেষ অতিথি ছিলেন কসবা রউপজেলা চেয়ারম্যান আনিসুল হক ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন  আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল,আইনমন্ত্রীর এপিএস ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-আহাবায়ক এড.রাশেদুল কাওসার ভুইয়া জীবন,এমজি হাক্কানী,কাজী আজহারুল ইসলাম প্রমুখ।
বক্তব্য রাখেন  ডাঃ মোঃ শাহ নেওয়াজ সাবেক মহা পরিচালক স্বাস্থ্য অধিদপ্তর, জেলা  সিভিল সার্জন  ডাঃ হাসিনা আক্তার,উপ-পরিচালক পরিবার পরিকল্পনা জেলা অরবিন্ধ দও,উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আরিফুল ইসলাম, ডাঃ মোঃআবু সাঈদ সাধারণ সম্পাদক বি.এম.এ,মোছাঃশাহিন সুলতানা সাধারণ ভাইস চেয়ারম্যান কসবা ও মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিছ আক্তার প্রমুখ।


প্রধান অতিথি আইনমন্ত্রী আনিসুল হক এমপি বলেন  কসবা হাসপাতালের  অবস্থা ঠিক নাই

রোগীর সেবা দিবে কি? আমি আপনাদের কথা দিলাম ৬ মাসের মধ্যে এই হাসপাতালের

চেহারা পাল্টিয়ে দিবো।






Shares