Main Menu

শিক্ষানীতি ছাড়া কোনো দেশ কাঙ্খিত লক্ষ্যে পৌঁছতে পারে না :: জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন

+100%-

চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব অনার্স কলেজের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ওরিয়েন্টেশন

ব্রাহ্মণবাড়িয়া রিপোর্ট ॥ জেলা প্রশাসক ড. মুহাম্মদ   মোশাররফ হোসেন বলেছেন, আগামী ১০ বছরের মধ্যে সদর উপজেলার চিনাইর গ্রাম মিনি টাউনে পরিণত হবে। তিনি গতকাল শনিবার সকালে চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব অনার্স কলেজের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ওরিয়েন্টেশনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। কলেজের হালিমা-রউফ চৌধুরী অডিটরিয়ামে কলেজের অধ্যক্ষ মকবুল আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন আরো বলেন, ‘শিক্ষানীতি ছাড়া কোনো দেশ কাঙ্খিত লক্ষ্যে পৌঁছতে পারে না। বর্তমান সরকারের শিক্ষানীতি ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে বিশ্বের অন্যতম রাষ্ট্রে পরিণত করতে সহায়তা করবে’। তিনি কলেজের বিভিন্ন কর্মসূচীর প্রশংসা করে বলেন, ‘আমার বিশ্বাস এ কলেজ থেকে এ ঝাঁক তরুণ তরুণী সুশিক্ষা অর্জন করে ২০৪১ সালের উন্নত বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে। আমি শিক্ষা প্রতিষ্ঠানটির উত্তোরোত্তর সমৃদ্ধি কামনা করছি। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) লুৎফুন নাহার। স্বাগত বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ এ কে এম শিবলী। বক্তব্য রাখেন, আজিজুল হক, আব্দুল হাই, এম এ এইচ মাহবুব, মোশারফ হোসেন, আশরাফুল ইসলাম, বিজয় চৌধুরি। উপস্থাপনা করেন আলেয়া জাহান তৃপ্তি।






Shares