Main Menu

সরকার প্রাথমিক শিক্ষাকে একটি শক্ত ভিতের উপর দাড় করানোর জন্য কাজ করে যাচ্ছে– জেলা প্রশাসক

+100%-

ডেস্ক ২৪::“শিক্ষিত মা এক সুরভিত ফুল, প্রতিটি ঘরে ঘরে হবে এক একটি স্কুল” এই প্রতিবাদ্য বিষয়কে সামনে রেখে গতকাল শনিবার বিকালে ব্রাহ্মণবাড়িয়া পিটিআই ইনস্টিটিউট প্রাঙ্গনে জেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত শিশু মেলা উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুব্রত কুমার বণিকের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) লুৎফুন নাহার, পিটিআই ইনস্টিউটের সুপারিনটেনডেন্ট জেসমিন খানম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসের মনিটরিং কর্মকর্তা ডি. কে দত্ত। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন বলেন, সরকার প্রাথমিক শিক্ষাকে একটি শক্ত ভিতের উপর দাড় করানোর জন্য কাজ করে যাচ্ছে। ২০১০ সালে শিক্ষা নীতি করা হয়েছে। যার সুফল কোমলতী শিশুরা ভোগ করছে। দেশের প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয়ে অবকাঠামো উন্নয়নে সরকার ব্যাপকভাবে কাজ করছে। তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, আপনারা কোমলমতী ছাত্র ছাত্রীদের যতœশীলভাবে পাঠদান করাবেন। কারণ বর্তমান সরকার আপনাদের বেতন- ভাতা বৃদ্ধিসহ বিভিন্ন সুবিধার ব্যবস্থা করেছেন। পরে প্রধান অতিথি বিভিন্ন উপজেলা থেকে মেলায় স্থাপিত স্টলগুলোকে পুরস্কৃত করেন।






Shares