Main Menu

সীমান্ত সম্মেলনে যোগ দিতে ত্রিপুরায় গেলেন বাংলাদেশ প্রতিনিধি দল

+100%-


বাংলাদেশ ভারত তিন ব্যাপী সীমান্ত সম্মেলনে যোগ দিতে ২৩ সদস্যের একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার দুপুরে আখাউড়া স্থল বন্দর দিয়ে ভারতের ত্রিপুরায় গেছে। প্রতিনিধি দলে ৫টি জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিজিবির ৪ জন কমান্ডিং অফিসার (সিও) সহ অন্যান্য কর্মকর্তারা রয়েছেন। যে সব জেলার প্রশাসক ও পুলিশ সুপার প্রতিনিধি রয়েছেন সেগুলো হলো রাঙ্গামাটি, খাগড়াছড়ি, ফেনি, কুমিল্লা, চট্টগ্রাম। দলটির নেতৃত্ব দিচ্ছেন ফেনী জেলা প্রশাসক হুমায়ুন কবির খন্দকার।
ফেনী জেলা প্রশাসক হুমায়ুন কবির খন্দকার স্থল বন্দরে উপস্থিত সাংবাদিকদের জানান, ত্রিপুরার রাজ্যের রাজ্য অতিথিশালায় তিন ব্যাপী সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে সীমান্ত সমস্যা, মানব পাচার, মাদকপাচার সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। তিনি বলেন, বাংলাদেশ ভারত যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এ সম্মেলনের মাধ্যমে সে সম্পর্ক আরো দৃঢ় হবে বলে আমরা আশাবাদ। তিনি জানান, আগামী ১০ জানুয়ারী দলটি বাংলাদেশে ফিরে আসবেন বলে জানান।






Shares