Main Menu

ভুয়া সাংবাদিক ও মানবাধিকার সংস্থার ০৩ কর্মী গ্রেফতার

+100%-

ব্রাহ্মণবাড়িয়া মডেল থানাধীন ৯নং নাটাই (দঃ) ইউ/পি এর অন্তর্গত কালিসীমা গ্রামে দীর্ঘদিন যাবত সাংবাদিক, মানবাধিকার কর্মীর পরিচয়ে কয়েকজন লোক এলাকার নিরীহ জনগনকে বিভিন্ন ভয়ভীতি ও প্রতারনার মাধ্যমে লক্ষ লক্ষ টাকা চাঁদা হাতিয়ে নিয়ে উধাও হয়ে যাচ্ছে। গতকাল জনৈক আরজু মিয়াকে মিথ্যা মামলা ফাসিয়ে দেওয়ার ভয় দেখিয়ে চাঁদাদাবী করার একপর্যায়ে সে আরো উপস্থিত লোকজনসহ ভূয়া সাংবাদিক ১। সাজ্জাদ হোসেন প্রঃ সাজ্জাত হোসেন মনির (৩০), পিতা-শাকরুম মিয়া প্রঃ মৃত মাখন মিয়া, সাং-কাজীপাড়া, সরকারপাড়া এবং ভূয়া মানবাধিকার কর্মী ২। মহসিন মিয়া (২৭), পিতা-অহিদ মিয়া, সাং-মেড্ডা পীরবাড়ি মৌবাগ, ৩। শাহাদৎ হোসেন প্রঃ এস এম মাকসুদুল হাসান (২৭), পিতা-রিয়াজ হোসেন প্রঃ মিরাজ হোসেন, সাং-বাশবাড়িয়া, থানা-মকসুদপুর, জেলা-গোপালগঞ্জ বর্তমানে মেড্ডা পীরবাড়ি, থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়াদেরকে হাতে নাতে আটক করে পুলিশের নিকট সোপর্দ করেছে। এই সংক্রান্তে বর্ণিত ভূয়া সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের বিরুদ্ধে অত্র ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার মামলা নং-৪৭, তারিখ-১৩/১১/১৪ইং, ধারা-৪৪৭/১৭০/৩৮৫/৫০৬ পেনাল কোড রুজু করে তাহাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।(প্রেস বিজ্ঞপ্তি)






Shares