Main Menu

পলিটেকনিক শিক্ষার্থীদের ঢাকা-সিলেট মহাসড়কে অবরোধ

+100%-

প্রতিনিধি:::সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী আহত হওয়ায় বুধবার সকালে ঢাকা-সিলেট মহাসড়ক এক ঘণ্টা অবরোধ করে রাখে ইসস্টিটিউটের শিক্ষার্থীরা। এ সময় মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইন্সটিটিউট তৃতীয় সেমিস্টারের কম্পিউটার বিভাগের শিক্ষার্থী তারেক মিয়া (১৮) লোকাল বাসে উঠার সময় চাকায় পিষ্ঠ হয়ে গুরুতর আহত হয়। এ ঘটনায় বাস চালকের বিচার ও সড়কে স্পিড ব্রেকার দেওয়ার দাবিতে শিক্ষার্থীরা ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগর উপজেলার ইসলামপুরে সড়ক অবরোধ করে। পুলিশ ও স্থানীয়দের সহায়তায় শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করে।

ইসলামপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মনিরুল ইসলাম ভূইয়া জানান, এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। পলিটেকনিকের সামনে দুর্ঘটনারোধে স্পিড ব্রেকার নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করা হচ্ছে।


Shares