Main Menu

ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকদের সাথে পিআইবি’র মতবিনিময়

+100%-

নিজস্ব প্রতিনিধি ::ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান, বরেণ্য সাংবাদিক, সাংবাদিক নেতা ও পিআইবির মহাপরিচালক মোঃ শাহ আলমগীর। শনিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে এই মত বিনিময়সভা অনুষ্ঠিত হয়। ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মিজানুর রেজার সভাপতিত্বে মতবিনিময়সভায় বক্তব্য রাখেন পিআইবি’র পরিচালক (প্রশাসন) জাকির হোসেন ও মোহনা টিভির প্রধান বার্তা সম্পাদক রহমান মোস্তাফিজ।

বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রিয়াজ উদ্দিন জামি, সাংবাদিক মোহাম্মদ আরজু, মোঃ সাদেকুর রহমান, আ.ফ.ম কাউছার এমরান, আবদুন নূর, আল আমীন শাহীন, সৈয়দ মোহাম্মদ আকরাম, মোঃ বাহারুল ইসলাম মোল্লা, মোঃ মনির হোসেন প্রমুখ। মতবিনিময় সভায় পিআইবি’র মহাপরিচালক মোঃ শাহ আলমগীর বলেন, সাংবাদিকতা মহৎ ও সম্মানজনক পেশা। এ পেশায় অন্যান্য পেশা থেকে ঝুঁকিও বেশী। সততা, সাহস ও পেশাদারিত্ব ছাড়া এ পেশায় টিকে থাকা যাবেনা।  অপেশাদার, কথিত সাংবাদিকদের কারণে সাংবাদিকতা পেশার মান মর্যাদা ক্ষুন্ন হচ্ছে। তিনি তৃণমূল পর্যায়ের সাংবাদিকদের প্রশিক্ষণের আওতায় এনে সাংবাদিকতার মানবৃদ্ধির জন্য পিআইবির নানা কর্মসূচীর কথা তুলে ধরে বলেন, পেশাদারিত্ব মানসিকতা সৃষ্টির জন্য প্রশিক্ষণ অপরিহার্য। মতবিনিময়কালে পিআইবির মহাপরিচালক মোঃ শাহ আলমগীর ও অন্যান্য অতিথিদেরকে প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং প্রেসক্লাবের দু’টি প্রকাশনা তুলে দেয়া হয়।






Shares