Main Menu

উপজেলা নির্বাচন : সরাইলে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ

+100%-

প্রতিবেদক : কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদ নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে নারী ভোটাদের উপস্থিতি ছিল লক্ষণীয়। তবে ভোটারদের উপস্থিতি কম থাকায় প্রার্থী ও তাদের সমর্থকেরাও হতাশ হয়েছেন।
সকাল ৯য়টায় উপজেলা সদরের স্থানীয় অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে নারী ভোটারদের সারিতে অন্তত ৬০-৭০ জনকে দেখা গেছে। অন্যদিকে পুরুষদের লাইনে ছিল মাত্র ১৫-২০ জন। দুপুর পর্যন্ত উপজেলার অন্তত ২০টি ভোট কেন্দ্র ঘুরে একই চিত্র দেখা গেছে।
তবে দুপুরের পর সরাইল প্রাত বাজারের বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের দুটি ভোট কেন্দ্র, চুন্টা (দঃ) সরকারি প্রাথমিক বিদ্যালয়, অরুয়াইল বহুমুখী উচ্চ বিদ্যালয়, আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুট্টাপাড়া পূর্ব ও পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়, সৈয়দটুলা উত্তর ও দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়, শাহবাজপুর উচ্চ বিদ্যালয়, দেওড়া আদর্শ উচ্চ বিদ্যালয়, দেওড়া পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়, মলাইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়, শাহাজাদাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়, কালিকচ্ছ উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কালিকচ্ছ এমএ বাশার আইডিয়েল ইন্সটিউট কেন্দ্রে গিয়ে দেখা গেছে কেন্দ্রগুলো একবারেই ফাঁকা।
এ ব্যাপারে সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ এমরান হোসেন জানান, এ উপজেলার মোট ভোটার সংখ্যা এক লাখ ৮৭ হাজার ১২৯। উপজেলার নয়টি ইউনিয়নের মোট ৮০ ভোট কেন্দ্রে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। কোথাও কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এখন চলছে ভোট গণনার কাজ।






Shares