Main Menu

ব্রাহ্মণবাড়িয়ার সাবেক এসপি মনিরুজ্জামান ও বর্তমান পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান সহ

জাতির জনকের সমাধিতে শ্রদ্ধা জানালেন ১৫ অতিরিক্ত ডিআইজি

+100%-

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন সম্প্রতি পদোন্নতি পাওয়া ১৫ জন অতিরিক্তি ডিআইজি।

শুক্রবার বিকালে অতিরিক্তি ডিআইজি হিসেবে পদোন্নতি পাওয়া পুলিশ কর্মকর্তারা জাতির জনকের সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করে জাতির জানক ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করেন।

এ সময় সদ্য পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি মো. মিজানুর রহমান, হায়দার আলী খান, মো. মনির হোসেন, মো. আকতারুজ্জামান, মো. ইমাম হোসেন, মো. মাহাবুবুর রহমান, আতিকা ইসলাম, বাসুদেব বনিক, মো. সুজায়েত ইসলাম, মো. মোজাম্মেল হক, মো. রেজাউল হক, মো. মনিরুজ্জামান, পরিতোষ ঘোষ, সরদার রফিকুল ইসলাম ও জয়দেব কুমার ভদ্র উপস্থিত ছিলেন।


Shares