Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক ও জনপথ বিভাগের ওয়ার্কচার্জড কর্মচারীগণকে নিয়মিত করনসহ ৭ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ

+100%-

নিজস্ব প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে জেলা সড়ক ও জনপথ বিভাগের ওয়ার্কচার্জড কর্মচারীগণের চাকুরী নিয়মিত করনসহ ৭ দফা দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে জেলা সড়ক ও জনপথ বিভাগের ওয়ার্কচার্জড কর্মচারীরা।

রবিবার সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কে শহরের কাউতলীস্থ সড়ক ও জনপথ বিভাগ অফিসের সামনে আয়োজিত র্দীঘ মানববন্ধন শেষে সমাবেশে বাংলাদেশ সড়ক ও জনপদ শ্রমিক কর্মচারি ইউনিয়নের ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা সভাপতি মো. আবদুল হাই’র সভাপতিত্বে ও বাংলাদেশ সড়ক ও জনপদ শ্রমিক কর্মচারি ইউনিয়নের সাধারন সম্পাদক মো.নজরুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক ও জনপদ শ্রমিক ইউনিয়নের ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা সভাপতি মো.হুমায়ুন কবির, বাংলাদেশ সড়ক ও জনপদ শ্রমিক ইউনিয়নের ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা সাধারন সম্পাদক এ.এইচ. এম আলমগীর প্রমুখ।
এই সময় বক্তারা ৭ দাবিসহ সারা দেশে কর্মরত ৭ হাজার ওয়ার্কচার্জড কর্মচারীকে সংস্থাপন খাতে আনয়নসহ দাবি-দাওয়া অবিলম্বে বাস্তবায়নের দাবি জানান। নতুবা কঠোর কর্মসূচিতের দেওয়ার হুুশিয়ারি দেন।






Shares