Main Menu

কসবা পুরাতন বাজার নির্বাচনে ফলাফল অনিয়ম। রিটানিং অফিসারের কাছে অভিযোগ দায়ের

+100%-

কসবা প্রতিনিধি :কসবা পুরাতন বাজার পরিচালনা কমিটি নির্বাচন ২০১৭ইং অনুষ্ঠিত বিভিন্ন পদে সিলমারা ব্যালট পেপার ফাঁস, দুর্নীতি, ভোট গননাসহ অনিয়মের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন দুই সাংগঠনিক সম্পাদক ।

গত ৩ এপ্রিল সোমবার কসবা পুরাতন বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটি নির্বাচন ২০১৭ রিটানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলামের অফিস কার্যালয়ে লিখিত ভাবে অভিযোগ দায়ের করেন নির্বাচনে অংশ গ্রহণকারী দুই সাংগঠনিক সম্পাদক। অভিযোগকারীরা হলেন রতন সরকার চাবি ও আলআমিন সরকার সাইকেল প্রর্তীক।

অভিযোগ সূত্রে প্রকাশ নির্বাচনে একাধিক প্রার্থীর সিলমারা ব্যালট পেপার কেন্দ্রে পূর্ব পাশে পরিত্যক্ত অবস্থা পাওয়া এবং প্রার্থীদের ভোট গুননার শীটে ভোটের অংক কম বেশী সহ পুনরায় ভোট গুননার বিষয়টিও ওঠে এসেছে ।

দুই প্রার্থীর অভিযোগ করার পর সারা বাজারের ব্যবসায়ী মহলের মাঝে আনন্দসহ উৎসব বিরাজ করছে বলে বিশেষ সূত্রটি জানান। সাংগঠনিক সম্পাদক দুই পদ প্রার্থী নির্বাচনে অনিয়মসহ ভোট গননা সঠিক বিচার না পেলে আইনি লড়াইয়ে যাবেন বলে স্থানীয় সাংবাদিকদেরকে জানান।






Shares