Main Menu

কসবার শাহীন সুলতানা স্থানীয় সরকার ব্যবস্থার উপর অভিজ্ঞতা অর্জনের জন্য অষ্ট্রেলিয়া যাচ্ছেন

+100%-

খ.ম.হারুনুর রশীদ ঢালী, প্রতিনিধি কসবা (ব্রাহ্মণবাড়িয়া) ॥ স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর হোসেনের নেতৃত্বে ১২ সদস্যের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল স্থানীয় সরকার ব্যবস্থার উপর অভিজ্ঞতা লাভ করতে চলতি মাসে অষ্ট্রেলিয়া সফর করবেন। এ প্রতিনিধি দলের সফর সঙ্গী হয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবং প্রচলিত পুরুষ ভাইস চেয়ারম্যান (সাধারণ) পদে বাংলাদেশের প্রথম ও একমাত্র নারী অধ্যাপিকা শাহীন সুলতানা। প্রতিনিধি দলে আরো রয়েছেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব শাহ কামাল, যুগ্ম সচিব আকরাম আল হোসাইন প্রমুখ।
এতো উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলে শাহীন সুলতানার   অর্ন্তভূক্তির কারণ জানতে চাইলে যুগ্ম-সচিব আকরাম আল হোসাইন বলেন, মহিলা আসনে নয়, বরং সাধারণ আসন থেকে শাহীন সুলতানা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এর আগে এ পদে কোন নারী নির্বাচিত হতে পারেন নি। যেহেতু শাহীন সুলতানা ভাইস চেয়ারম্যান পদে বাংলাদেশের প্রথম নারী এবং একমাত্র নারী, সেহেতু সরকার সন্তোষ্ট হয়ে পুরষ্কার স্বরূপ তাকে প্যানেল চেয়ারম্যান নিযুক্ত করে অষ্ট্রেলিয়া সফরের সুযোগ দিয়েছেন। তিনি আরো বলেন, শাহীন সুলতানাকে পুরষ্কৃত করার মাধ্যমে সরকার দেশের নারী সমাজকে উৎসাহিত করছেন- যাতে নারীরা দেশের কাজে এগিয়ে আসেন।



« (পূর্বের সংবাদ)



Shares