কসবায় পাহাড়িকা ট্রেনের ৩টি বগি লাইনচ্যুত, ৩ ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক



প্রতিনিধি ॥ বৃহষ্পতিবার আন্তনগর পাহাড়িকা এক্সপ্রেস চট্টগ্রাম থেকে সিলেটে যাবার পথে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ৩টি বগি লাইনচ্যুত হয়। এর ফলে ঢাকা-চট্টগ্রাম, চট্টগ্রাম-সিলেট, নোয়াখালী-ঢাকা ও নোয়াখালী-সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় ব্রাহ্মণবাড়িয়া, আখউড়াসহ বিভিন্ন ষ্টেশনে আন্তনগর ট্রেনসহ বেশ কয়েকটি ট্রেন আটকা পড়ে। রেলওয়ে সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুর প্রায় ১টা ১০ মিনিটে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি কসবা রেলস্টেশনে সন্নিকটে পৌছার সময় ৩টি বগি লাইনচ্যুত হয়। আখাউড়া থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌছলে বিকেল ৪টায় লাইনচ্যুত বগি সরালে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়। |
« কালিসীমায় তুচ্ছ ঘটনার জের ধরে দুদলের সংঘর্ষে আহত ২০ (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) আখাউড়ার সেই মার্কেটটি গুড়িয়ে দেওয়া হলো »
































