Main Menu

চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা সিরাজ মাষ্টার

+100%-

কসবা প্রতিনিধি:: না ফেরার দেশে চলে গেলেন ব্রাহ্মণবাড়িয়ার কসবার বিনাউটি ইউনিয়নের সৈয়দাবাদ গ্রামের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম মাষ্টার। গত রোববার (১৫ অক্টোবর) বিকেলে নিজ বাড়িতে ইন্তেকাল করেন ( ইন্নালিল্লাহি….রাজিউন)। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভ’গছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর। তিনি স্ত্রী, এক পুত্র, দুই কন্যা ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল সোমবার জোহর নামাজের পর সৈয়দাবাদ জামিয়া ছানিয়া ইউনুছিয়া মাদরাসা মাঠে জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। রাষ্ট্রিয় মর্যাদার পর জানাযা শেষে নিজ বাড়ির পাশে মসজিদ প্রাঙ্গনে দাফন করা হয়। তিনি কসবা প্রেসক্লাবের সিনিয়র সদস্য ছিলেন। তিনি কর্মজীবনে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করতেন।

মরহুম সিরাজুল ইসলাম মাষ্টারের জানাযা নামাজে উপস্থিত ছিলেন কসবা উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট রাশেদুল কাওসার ভ’ইয়া জীবন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আমিমুল এহসান খান, সাবেক উপজেলা চেয়ারম্যান রুহুল আমিন ভ’ইয়া বকুল, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ শহীদুল্লাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মনির হোসেন, কসবা প্রেসক্লাব সভাপতি মোঃ সোলেমান খান, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়ন যুগ্ম সাধারন সম্পাদক ফরহাদুল ইসলাম পারভেজ, বিনাউটি ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ সহিদুল ইসলাম, সাবেক বিনাউটি ইউপি চেয়ারম্যান জহিরুল হক বিএ, এডভোকেট ইকবাল হোসেনসহ অন্যরা। এসময় কসবা প্রেসক্লাব নেতৃবৃন্দ, সকল ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডারগন ও এলাকার গন্যমান্য লোকজনও উপস্থিত ছিলেন। জানাযা শেষে কসবা প্রেসক্লাব’র পক্ষ থেকে মরহুম সিরাজুল ইসলাম মাষ্টারের কফিনে পুস্পস্তবক অর্পন করা হয়।






Shares