Main Menu

২০১৭ সালের মধ্যে বিজয়নগরে শতভাগ বিদ্যুৎ, স্থাপিত হবে বিসিক শিল্পনগরীও- মোকতাদির চেীধুরী এমপি

+100%-

মো: জিয়াদুল হক বাবু :: বিজয়নগরের সরকারী ভাবে ১ লক্ষ৫ হাজার মে.টন ধারন ক্ষমতা সম্পন্ন খাদ্য নির্মান প্রকল্পের আওতায় চান্দুরা খাদ্যগুদামে ১০০০ মে.টন ধারন ক্ষমতা সম্পন্ন গুদামের ভিত্তি প্রস্থর অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষনে পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনের সাংসদ বীরমুক্তিযোদ্বা র,অ,ম,উবায়দুল মোক্তাদির চেীধুরী এমপি বলেন , বিজয়নগরের উন্নয়ন কেউ থামাতে পারবেনা,বিজয়নগরের নামটি প্রধান মন্ত্রি শেখ হাসিনা নিজে দিয়েছেন। ২০১৭ সালের ভিতরে উপজেলায় শতভাগ বিদ্যুৎ প্রদান করা হবে এবং এখানে একটি বিসিক শিল্প নগর গরে তোলা হবে। সব ধরনের নাগরিক সুবিধা প্রদান করা হবে ।

রবিবার সকালে চান্দুরা খাদ্য গুদামে ইউপি চেয়ারম্যান এ,এম শামিউল হক চৌধুরীর সভাপতিত্বে উক্ত অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক সাজ্জাদ হোসেন , উপজেলা চেয়ারম্যান এড,তানভীর ভ’ইয়া ,উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার উন নেছা শিউলি,উপজেলা আওয়ামীলীগের সভাপতি জহিরুল হক ভ’ইয়া ,ভাইস চেয়ারম্যান বাবুল আক্তার ,ফয়জুন্নেছা টুনি ,জেলা পরিষদ সদস্য নাখলু আক্তার , খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সামিউল আলিম,জেলা যুবলীগের যুগ্ন সম্পাদক জহিরুল ,বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আরশাদ ,উপজেলা প্রকাশলী মো: শাহজাহান প্রমুখ।






Shares