Main Menu

১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, সরাইল:: ৩২ কেজি গাজা ও স্কপ আটক

+100%-

2-7-16প্রেস বিজ্ঞপ্তি:: অদ্য ০২ জুলাই ২০১৬ তারিখ রাত আনুমানিক ১২:১৫ ঘটিকায় ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, সরাইল এর অধীনস্থ লক্ষীপুর সীমান্ত ফাঁড়ীর জুনিয়র কর্মকর্তা মোঃ করিমুল হক এর নেতৃত্বে বিজয়নগর উপজেলার চাঁনপুর সীমান্ত এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে ৩২ কেজি গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এছাড়া ফকিরমোড়া সীমান্ত ফাঁড়ীর নায়েক মোঃ মিনহাজ উদ্দিন এর নেতৃত্বে আখাউড়া উপজেলার হিরাপুর এলাকায় সকাল ১০:৪০ ঘটিকায় অভিযান পরিচালনা করে নেশা জাতীয় ৩০ বোতল আরসি কফ এবং ০৪ বোতল স্কফ আটক ছাড়াও আজমপুর সীমান্ত ফাঁড়ীর ল্যান্স নায়েক আল হাদী এর নেতৃত্বে বেলা ১১টায় একই উপজেলার আজমপুর নামক স্থানে অভিযান পরিচালনা করে ৪৫ বোতল স্কফ উদ্ধার করা হয়েছে। আটককৃত এসব মাদকের আনুমানিক মূল্য এক লক্ষ তেঁতাল্লিশ হাজার ছয়শত টাকা। তবে এইসব অভিযানে মাদক পাচারকারীর কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।






Shares