Main Menu

শফিকুল ইসলাম কলেজে ভর্তি হলে মাষ্টার্স পর্যন্ত বিনামূল্যে পড়ানো হবে _কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম

+100%-

মো: জিয়াদুল হক :: বিজয়নগরের ইসললামপুর  আলহাজ¦ কাজী মোহাম্মদ  রফিকুল ইসলাম  স্কুল এন্ড কলেজের এইচ, এস,সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা   অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে  কলেজের সভাপতি  ও এফবিসিসিআইয়ের সাবেক সহসভাপতি আলহাজ্ব কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন , এলাকার  শিক্ষার্থীদের জন্যই স্কুলটিকে কলেজে রুপান্তর করা হয়েছে। যাতে তিতাস পূর্বাঞ্চালের শিক্ষার্থীদের আর দূরে গিয়ে পড়তে না হয়। আর এটি কলেজকরণে অগ্রনী ভূমিকা রেখেছেন ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনের এমপি  বীর মুক্তিযোদ্বা  র,আ,ম উবায়দুল মোকতাদির চেীধুরী। এ সময় তিনি, এই কলেজের শিক্ষার্থীরা পাশ করে কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কলেজে ভর্তি হলে মাষ্টার্স পর্যন্ত বিনামুল্যে পড়ানোর ঘোষণা দেন।

রবিবার  সকালে কলেজের হল রুমে অধ্যক্ষ মোহাম্মদ ইমরান খানের সভাপতিত্বে ও সুহেল সরকারের পরিচালনায় উক্ত অনুষ্টানে উক্ত অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কলেজের অধ্যক্ষ  হাফেজ মোহাম্মদ শফিকুর রহমান, বুধন্তি ইউপি চেয়ারম্যান জিতু মিয়া, উপজেলা জাপার সভাপতি আজিজুল ইসলাম দুলাল, প্রেসক্লাবের সভাপতি মৃনাল চেীধুরী লিটন, সাধারন সম্পাদক মো: জিয়াদুল হক বাবু, কলেজের অভিবাবক সদস্য কাজী এনামুল ইসলাম, কাজী ছিদ্দিকুর রহমান, উপাধ্যক্ষ মোহাম্মদ জহির উদ্দিন,  বিভাগীয়  প্রধান মোহাম্মদ ফেরদৌস মিয়া প্রমুখ।






Shares