Main Menu

বিজয়নগরে পবিত্র ঈদ এ মিলাদন্নবী সা: উপলক্ষে সুন্নি জনতার বাধঁ ভাঙ্গা জোয়ার

+100%-

মোহাম্মদ মাসুদ, রোববার সকাল ১০টায় ১২ রবিউল আওয়াল, হযরত মুহাম্মদ (সা:) এর শুভ আগমন উপলক্ষ্যে জশনে জুলুসের একটি বিসাল আনন্দর‌্যালি ঐতিহ্যবাহী খান্দুরা দরবার শরীফের গদ্দীনেশন পীর, আওলাদে রাসূল পীরে কামেল সৈয়দ যুবায়ের কামাল সাহেবের নেতৃত্বে ও বিশিষ্ট দানবীর আলহাজ্ব কাজী সৈয়দুল ইসলাম সাহেবে ব্যবস্থাপনায়, বিজয়নগর ইসলামপুর বাজার হইতে বিজয়নগর অংশের ঢাকা সিলেট মহাসড়কের পুরো অংশ ও পাশ্ববর্তী মাধবপুর উপজেলার একাংশ পদক্ষিণ করে প্রায় (২০বিশ হাজার) সুন্নি জনতার কণ্ঠে রাসুলে পাক (সা:) এর দুরুদ ও সালামের উচ্চারিত ধ্বনিতে মূখরিত হয়ে উঠে উপজেলা । (সা:) এর শুভ আগমনের দিন স্মরণে সুন্নি জনতা রাসূলে পাকের মহব্বতে নাত, দুরুদ ও সালামে এক আত্মাশুদ্ধির ও আবেগময় পরিস্থিতি সৃষ্টি হয়।
প্রদক্ষিণ শেষে আনন্দর‌্যালিটি ইসলামপুর সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে সমাবেত হয়। সমাবেত অনুষ্টানে সুন্নি জনতার উদ্দেশ্যে সংক্ষিপ্ত ভাষণে আওলাদে রাসূল সৈয়দ যুবায়ের কামাল সাহেব বলেন, ঈদে মিলাদুন্নবী হলো সকল ঈদের সেরা ঈদ। ঈদে মিলাদুন্নবী না হলে মহান আল্লাহ পাক পার্থিব জগতের কিছুই সৃষ্টি করতনে না। মুসলিম উম্মার ঈমানের পূর্বশর্ত হলো রাসূলের পাক (সা:) এর শান মর্যাদা পরিপূর্ণ ভাবে মানা ও পালন করা । পরে তিনি জশনে জুলুশে অংশ নেওয়া সুন্নি জনতাদের নিয়ে মুসলিম উম্মার শান্তি কামনায় মোনাজাত পরিচালানা করেন।






Shares