Main Menu

বিজয়নগরে গিয়ে যা যা বললেন মৎস মন্ত্রী (সম্পূর্ণ ভিডিও)

+100%-

যে মোকতাদির চৌধুরীর ভক্ত না তাকে তিনি আওয়ামী লীগ থেকে বাদ দিয়ে মামলা দেন : মৎস্যমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী আওয়ামী লীগে গ্রুপিং করেন বলে অভিযোগ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী অ্যাডভোকেট ছায়েদুল হক।

তিনি বলেন, আমি আওয়ামী লীগে গ্রুপিং করছি না, মোকতাদির গ্রুপিং করেন। আমি নেত্রীকে বলেছি, আওয়ামী লীগে যে তার (মোকতাদির চৌধুরী) ভক্ত তিনি তাকে কাছে রাখেন। আর যে তার ভক্ত না তাকে আওয়ামী লীগ থেকে বাদ দিয়ে মামলা দেন।

রোববার দুপুর ২টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় নবনির্মিত প্রাণিসম্পদ উন্নয়ন কেন্দ্রের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মৎস্যমন্ত্রী বলেন, নবনির্মিত প্রাণিসম্পদ উন্নয়ন কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানের বিষয়টি তাকে (মোকতাদির চৌধুরী) অফিসিয়ালি জানানো হয়েছে। নেত্রী (প্রধানমন্ত্রী) আমাকে বলার পর আমি বলেছি যে, কোনো দাওয়াত কার্ড করিনি।

মন্ত্রী ছায়েদুল হক বিজয়নগর উপজেলা তার সৃষ্টি দাবি করে আরও বলেন, বিজয়নগরের বুধন্তি, চান্দুরা ও হরষপুর ইউনিয়ন আমার নির্বাচনী এলাকায় ছিল। আমার প্রচেষ্টায় বিজয়নগর উপজেলা সৃষ্টি হয়েছে।

 






Shares