Main Menu

ধর্মঘট প্রত্যাহার:: স্বাভাবিক ছন্দে আশুগঞ্জ বন্দর

+100%-

B.baria-edit-

ডেস্ক ২৪:: দাবি বাস্তবায়নের আশ্বাসের প্ররিপ্রেক্ষিতে পাঁচ দিনের মাথায় শনিবার রাতে সারাদেশে ধর্মঘট প্রত্যাহার করেন শ্রমিকেরা।

বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের পূর্বাঞ্চল কমিটির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক এ কে এম হাবিবুল্লাহ বাহার জানান, রোববার সকালে আশুগঞ্জ নৌবন্দর থেকে বেশ কয়েকটি যাত্রীবাহী লঞ্চ ও মালবাহী কার্গো জাহাজ বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে হাবিবুল্লাহ বাহার বলেন, রাতে নৌ পরিবহনমন্ত্রী শাহজাহান খানের সঙ্গে নৌযান মালিক ও শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দের বৈঠক হয়। বৈঠকে মজুরি বাড়ানোসহ সকল দাবি বাস্তবায়নের আশ্বাস দেওয়া হলে ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়।

সর্বনিম্ন মজুরি ১০ হাজার টাকা নির্ধারণসহ ১৫ দফা দাবিতে বাংলাদেশ নৌযান শ্রমিক  সংগ্রাম পরিষদের ডাকে গত ২২ অগাস্ট রাত থেকে অনিদিষ্টকালের ধর্মঘট শুরু করেন নৌযান শ্রমিকরা।






Shares