Main Menu

আশুগঞ্জে কর্ণফুলীর ইঞ্জিন বিকল, ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ

+100%-

traind

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। বুধবার দুপুর একটার দিকে আশুগঞ্জ রেলওয়ে স্টেশনের সামনে ট্রেনের ইঞ্জিনটি বিকল হয়ে পড়ে।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার শোয়েব মিয়া জানান, দুপুর একটার দিকে চট্টগ্রামগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনটি আশুগঞ্জ রেলওয়ে স্টেশনের সামনে বিকল হয়ে পড়ে। সিঙ্গেল লাইন হওয়ার কারণে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ সাময়িক বন্ধ রয়েছে।

তিনি আরো জানান, বিকল ইঞ্জিনটি লাইন থেকে সরিয়ে নিতে ভৈরব জংশন থেকে একটি ইঞ্জিন রওয়ানা করেছে। সেটি কর্ণফুলী এক্সপ্রেসকে তালশহর সরিয়ে নেবে। কিছু সময়ের মধ্যেই ট্রেন চলাচল স্বাভাবিক হবে।






Shares