Main Menu

নাসিরনগরে খামারীদের তিন দিন ব্যাপী কর্মশালা শুরু

+100%-

প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে “ মুরগি ও হাঁস পালন  ব্যবস্থাপনা ” শীর্ষক ৩ দিনব্যাপী খামারীদের প্রশিক্ষণ কর্মশালা গতকাল  মঙ্গলবার সকালে শুরু হয়েছে।
গতকাল মঙ্গলবার সকালে স্থানীয় আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে তিনদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান এ.টি.এম মনিরুজ্জামান সরকার।
বাংলাদেশ প্রাণীসম্পদ গবেষনা ইনষ্টিটিউটের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ডঃ জিল্লুর রহমানের সভাপতিত্বে  উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ প্রাণীসম্পদ গবেষনা ইনষ্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা শামীম আহমেদ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মজিবুর রহমান, প্রধান শিক্ষক মোঃ আবদুর রহিম প্রমূখ।
প্রশিক্ষণ কর্মশালায় ৫০ জন মুরগি ও হাঁস খামারী অংশগ্রহন করেন।
এ ব্যাপারে বাংলাদেশ প্রাণীসম্পদ গবেষনা ইনষ্টিটিউটের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ডঃ জিল্লুর রহমান বলেন, প্রশিক্ষণের বিষয়বস্তু অত্যন্ত সময়োপযোগী। এ প্রশিক্ষণের মাধ্যমে এলাকার মুরগি ও হাঁস পালন খামারীরা উপকৃত হবেন।






Shares