Main Menu

কাজ করতে না পারায় এল,জি,এস,পি ২ প্রকল্পের অর্থ ফেরত

+100%-


মোঃ আব্দুল হান্নান : জেলার নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের ৯ টি কালভার্টের কাজ না করায় অবশেষে মনিটরিং অফিসারের হাতে ধরা খেয়ে তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকা ফেরৎ দিয়েছে বুড়িশ্বর ইউনিয়ন পরিষদ । জানা গেছে ২০১৩/১৪ অর্থ বছরের লোকাল গর্ভমেন্ট সাপোর্ট প্রজেক্ট ( এল,জি,এস,পি ২) প্রকল্পের আওতায় বুড়িশ্বর ইউনিয়নের  ইছাপুর সি, এন, বি, ব্রীজের  পুর্ব  দিকের  নতুন সড়ক  নির্মান করা রাস্তার বিভিন্ন জায়গার পানি নিস্কাশনের জন্য ৯টি  কালভার্টের  বিপরীতে ৩ লক্ষ ৭৫ হাজার টাকা বরাদ্ব দেওয়া হয় ।কিন্তু কাজ না করেই টাকা উত্তোলন করে নিজের পকেটে রেখে দেয় তৎকালীন চেয়ারম্যান ।বিগত কিছু দিন  পুর্বে প্রকল্পের  লোকজন এসে  কালভার্ট দেখতে না পেয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্ত নিলে টাকাগুলো ফেরৎ প্রদান করেন চেয়ারম্যান ।এ বিষয়ে মোবাইল ফোনে উক্ত প্রকল্পের ডি এফ  বরুণ কুমার বড়–য়ার কাছে জানতে চাইলে  তিনি বলেন আমরা সড়জমিন তদন্তে গিয়ে কোন কালভার্ট দেখতে না পেয়ে  আইনানুগ ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্ত নেই । এলাকাবাসী বিভিন্ন লোকের সাথে কথা বললে তারা জানায়, কাজ না করে টাকা ফেরৎ দেওয়ায় এলাকাবাসী  উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে।নাসির নগর  উপজেলা প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারী প্রকৌশলী মোঃ হানিফ মিয়া জানায় তাদের চিঠি দিয়ে টাকাগুলো ফেরৎ আনা হয়েছে  ।নাম প্রকাশে অনিচ্ছুক বুড়িশ্বর ইউনিয়ন পরিষদের বেশ কয়েক জন মেম্বার এ প্রতিনিধিকে জানায়,জনৈক সাবেক এক চেয়ারম্যান কাজ না করে টাকা নিয়ে নির্বাচন করার কারনে কালভার্ট গুলোর কাজ করা সম্বব হয়নি ।






Shares