Main Menu

নাসির নগরে অপহৃত শিশু সুরাইয়াকে ফিরে পেয়েছে মা

+100%-

মোঃ আব্দুল হান্নান : ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসির নগর উপজেলার হরিপুর ইউনিয়নের নরহা  গ্রামে অপহরনের ২দিন পর এস আই মোঃ আকরাম হোসেন,ও চেয়ারম্যান  মোঃ নজরুল ইসলামের সহযোগিতায় মা ফিরে পেয়েছে তার আদরের ধন শিশু সুরাইয়াকে । এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা গেছে ১১ জুন সকাল ১০ টায় সুরাইয়া সহপাঠিদের সাথে খেলা করছিল ।এ সময়ে বোকরা পরা এক মহিলা ভাবী পরিচয়ে সুরাইয়া কে ডেকে নিয়ে কৌশলে সি এন জি তে তুলে নাকে চেতনা জাতীয় দ্রব্য দিয়ে মাধবপুরের দিকে নিয়ে যায় । সহপাঠিরা বাড়িতে গিয়ে ঘটনাটি জানায় ।সুরাইয়ার আত্বীয় স্বজনরা জানায় বোকরা পরা মহিলাটি সুরাইয়ার ভাবী ।প্রেম করে গোপনে বিয়ে হওয়া শ্বশুর ছুররহমান বাড়ি থেকে  তাকে তাড়িয়ে দেয় ।যাবার পথে সে ছোট ননদ সুরাইয়া (৫) কে অপহরন করে নিয়ে যায় ।সুরাইয়ার ভাই মামুন ঢাকাতে ফুলের ব্যবসা করে বলে জানা গেছে ।পাশ্ববর্তী মাধবপুর উপজেলার বেরুইন গ্রামের সোনাব আলীর মেয়ে মেহেরুন্নেছা কে ১ বছর পুর্বে প্রেম করে বিযে করে মামুন ।ঘটনার দিন পুত্র বধুর দাবী নিয়ে বাড়িতে এসে জায়গা না পেয়ে ব্যর্থ হয়ে যাওয়ার পথে এ অপকর্ম করে মেহেরুন্নেছা ।এ বিষয়ে শ্বশুর মেহেরুন্নেছার সরনাপন্ন হলে নগদ ২ লক্ষ টাকা ও তিন শতক বাড়ি রেজিষ্ট্রি করে দেওয়ার দাবী করে ভাবী মেহেরুন্নেছা।ব্যর্থ হয়ে ফিরে এসে শ্বশুর নাসির নগর থানার আশ্রয় নিলে এস আই মোঃ আকরাম হোসেন ও বুধন্তি ইউপি চেয়ারম্যান মোঃ নজরুল ইসলামের সহায়তা দুই দিন পর সুরাইয়া কে ফিরে পায় তার মা ।






Shares