Main Menu

নাসিরনগরে শিখা সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে,দরিদ্রদের মাঝে বিনামূল্যে স্বাস্থ্য সেবা ও ঔষধ বিতরণ।

+100%-

চিকিৎসা-সেবা-324x160মোঃ আব্দুল হান্নান, নাসিরনগর, ব্রাহ্মণবাড়ীয়াঃ- গতকাল ব্রাহ্মণবাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নের কুন্ডা উচ্চ বিদ্যালয় মাঠে বেলা ১২ ঘটিকায়, বাংলাদেশ এন জি ও ফাউন্ডেশন এর সহযোগিতায়, স্থানীয় এন জি ও শিখা সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে এলাকার দরিদ্র ও হত দরিদ্রদের মাঝে বিনা মূল্যে প্রাথমিক স্বাস্থ্য সেবা, ঔষধ বিতরণ কর্মসূচী, অবহতিকরণ ও আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।

নাসিরনগর কলেজের রসায়ন বিভাগের প্রভাষক মোঃ মাঈনউদ্দিন ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মনবাড়ীয়া জেলার সুযোগ্য জেলা প্রশাসক ডঃ মোহাম্মদ মোশারফ হোসেন। সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ এন জি ও ফাউন্ডেশনের চেয়ারম্যান, সাবেক রাজশাহী বিভাগীয় কমিশনার এ এফ এম ইয়াহিয়া চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। ব্রাহ্মণবাড়ীয়ার সিভিল সার্জন ডাঃ হাছিনা আক্তার, নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মোয়াজ্জম আহাম্মদ, ব্রাহ্মণবাড়ীয়া জেলা সমাজ সেবার উপ-পরিচালক (অঃ দঃ) মোস্তফা মাহমুদ সারোয়ার, নাসিরনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল কাদের।

স্বাগত বক্তব্য রাখেন শিখার নির্বাহী পরিচালক রেজিয়া সুলতানা। জেলা প্রশাসক মহোদয় শিখার সার্বিক কার্য্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করে, শিক্ষা দারিদ্র, গণসচেতনায় মূলক কার্য্যক্রম বাস্তবায়নে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন। পরে নাসিরনগরের প্রত্যন্ত অঞ্চল নামে খ্যাত গোয়ালনগর, ভলাকুট ও চাতলপাড় ইউনিয়নে এ কার্য্যক্রম বিস্তৃত করার সিদ্ধান্ত হয়।






Shares