Main Menu

নাসিরনগরে দু’পক্ষের সংঘর্ষে আহত ৪০(ভিডিও)

+100%-

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের ইছাপুরা গ্রামে আজ মঙ্গলবার দু-পক্ষের সংঘর্ষে অন্তত ৪০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে অন্তত ১৫ জন ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত আছে। তবে পরবর্তী সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
জানা গেছে, উপজেলার ইছাপুর গ্রামের প্রয়াত ইদ্রিস মেম্বারের গোষ্ঠীর দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে। টাকা দেনা-পাওনাকে কেন্দ্র করে সম্প্রতি বিরোধ চরম আকার ধারণ করে। টাকা নিয়ে বিরোধ মেটাতে গ্রামের মাতাব্বর মঙ্গলবার সকালে নিজেদের মধ্যে আলোচনায় বসেন। এরই মধ্যে একিন আলীর লোকজনের সাথে আক্কাছ আলীর লোকজন দেশীয় অস্ত্র-স্বস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সকাল ১০টা থেকে বেলা ১২টা পযন্ত এ সংঘর্ষ হয়। এতে আহতদের মধ্যে সাদ্দাম, সোহেল, মঞ্জু মিয়া, শরীফ মিয়া. নুরুল ইসলাম, সাইফুল ইসলাম, এনায়েত মিয়াসহ অন্তত ১৫জন জেলা সদর হাসপাতালে ভর্তি হন।
নাসিরনগর থানার ওসি মো. আবু জাফর জানান, পাওনা টাকা নিয়ে বিরোধে এ গোষ্ঠীর দু’টি পক্ষের মধ্যে এ সংঘর্ষ হয়। তবে বেলা ৩টা নাগাদ এ বিষয়ে থানায় কেউ অভিযোগ দেয় নি।

 






Shares