Main Menu

নাসিরনগরে আধুনিক যন্ত্র ব্যবহারে ধান র্কতনের উপর মাঠ দিবস

+100%-

ce080961-a452-44b4-8edd-1a90974429d9নাসিরনগর সংবাদদাতাঃ- চাষাবাদে আধুনিক কৃষি যন্ত্রপাতির প্রয়োগ, ফলাফল পর্যালোচনা ও প্রসারের লক্ষ্যে ফসল কাটার যন্ত্র রিপার দ্বারা ধান কাটার উপর এক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়। নাসিরনগর উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার সদর ইউনিয়নের সদর কৃষি ব্লকে রিপার মেশিন দ্বারা ধান কর্তনের উপর মাঠ দিবসের আয়োজন করা হয়।

উক্ত ব্লকের অরুন দেবের জমিতে ব্রি ধান-২৯ কর্তন শেষে নাসিরনগর ডিগ্রী কলেজ প্রাঙ্গণে মাঠ দিবস অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা আনিছুজ্জামানের সভাপতিত্বে উপ-সহকারী কৃষি কর্মকর্তা আসাদুজ্জামানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেব। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা হামিদা লতিফ পান্না,সহকারী অধ্যাপক মোঃ আবদুল হক,প্রেসক্লাব সহ-সভাপতি আকতার হোসেন ভুইয়া,এসএপিপিও অলিউর রহমান। স্বাগত বক্তব্য রাখেন উপ- সহকারী কৃষি কর্মকর্তা মোঃ খোরশেদ আলম। এসময় উপ-সহকারী কৃষি কর্মকর্তা,সাংবাদিক,কৃষক/কৃষানী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।






Shares