Main Menu

নাসিরনগরে সাব-রেজিষ্ট্রার অফিসারকে বিদায় ও বরণ সংবর্ধনা

+100%-

এম.ডি.মুরাদ মৃধা,নাসিরনগর হতে:: নাসিরনগরে সাব-রেজিষ্ট্রার সাজেদা আক্তার বদলি হওয়ায় তাকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে এবং নবাগত অফিসার আফজাল হোসেনকে ফুলেল সংবর্ধনা দেয়া হয়।

১৯ নভেম্বর সোমবার বিকালে সাব-রেজিষ্ট্রি অফিসের স্টাফ ও নাসিরনগর উপজেলা দলিল লেখক সমিতির পক্ষ থেকে সাব-রেজিষ্ট্রার অফিস প্রাঙ্গনে এ বিদায় সংবর্ধনা দেয়া হয়।

নাসিরনগর উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি হাজী নূর হোসেনের সভাপতিত্বে ও মো. শাহাজাহান মিয়ার সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিদায়ী সাব-রেজিষ্ট্রি অফিসার শাজেদা আক্তার। বিশেষ অতিথির বক্তব্য দেন নবাগত সাব-রেজিষ্ট্রার অফিসার আফজাল হোসেন।

দলিল লেখক সমিতির পক্ষ থেকে বক্তব্য দেন মোঃ বকুল খান সহ অন্যান্যরা। এ সময় নাসিরনগর উপজেলা সাব-রেজিষ্ট্রি অফিসের সকল ককর্মকর্তা উপস্থিত ছিল। বিদায় মুহূর্তে এক আবেগময় পরিবেশের সৃষ্টি হয়।
উল্লেখ্য বিদায় অফিসার নাসিরনগরে সুনামের সহিত ৩ বছর কাজ করেছেন এবং নতুন অফিসার নীলফামারী হতে নাসিরনগর বদলী হয়ে এসেছেন।


Shares