Main Menu

নাসিরনগরে পুলিশের উপর হামলা, বিএনপির নেতাকর্মী আটক।

+100%-

নাসিরনগরে পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে। প্রত্যক্ষ দর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ২৬ মার্চ উপলক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ২৬ মার্চের আলোচনা সভার পাশে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সরকার বিরোধী শ্লোগানের  প্রেক্ষিতে পুলিশের সাথে সংঘর্ষের সূত্রপাত হয়।  পুলিশ বার বার তাদের নিষেধ করা সত্বেও বিক্ষোভ অব্যাহত রাখে। হঠাৎ করেই পুলিশের উপর অতর্কিতভাবে হামলা করলে পুলিশের এসআই কাউছারকে আহত করে।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর বলেন, মহান ২৬ মার্চে সরকার ও দেশ বিরোধী মিছিল করলে পুলিশ তাদের বাধাঁ দেয়। পুলিশ ২৬ মার্চে বিক্ষোভ করতে বারন করলে ছাত্রদলের সভাপতি নাসিরুদ্দিন এর নেতৃত্বে একদল ছাত্রদল কর্মী পুলিশের উপর হামলা করে। এ সময় আমাদের একজন পুলিশ সদস্য আহত হয়।
আটক হয়েছে যারাঃ
আটকদের মধ্যে উপজেলা বিএনপির সহ-সভাপতি ও হরিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ জামাল মিয়া। ছাত্রদলের ইউনিয়ন সহ-সভাপতি মোঃ শরিফ উদ্দন। হামলায় জড়িতদের ধরতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, উপজেলা ছাত্রদলের সভাপতি হল নাসিরনগর উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদকের শ্যালক। তার নেতৃত্বেই পুলিশের উপর হামলা হয়।






Shares