Main Menu

রোবকপ : দাঙ্গা, নাশকতা ও নৈরাজ্য প্রতিরোধে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের বিশেষায়িত দল

+100%-

বিরাজমান পরিস্থিতিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার আইন-শৃঙ্খলা রক্ষা তথা দাঙ্গা, নাশকতা, নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকান্ডসহ যেকোন ধরণের ধ্বংসাত্মকমূলক কর্মকান্ড রোধকল্পে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের চৌকষ ও কর্মতৎপর পুলিশ সদস্যদের মধ্য হতে ২০ জনের সমন্বয়ে রোবকপ নামের একটি বিশেষায়িত দল গঠন করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া জেলার যেকোন স্থানে যেকোন ধরণের অনাকাঙ্খিত পরিস্থিতি রোধকল্পে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে অগ্রণী ভূমিকা পালন করবে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত এ দলটি। এছাড়া সন্ত্রাস, দাঙ্গা, নৈরাজ্য ও নাশকতাকারীদের আতঙ্ক হিসেবে রোবকপ কাজ করবে বলে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের বিশ্বাস। জনাব মোঃ মনিরুজ্জামান পিপিএম(বার), পুলিশ সুপার, ব্রাহ্মণবাড়িয়া জানান যে, জেলা পুলিশ কর্তৃক নবগঠিত বিশেষায়িত দল “রোবকপ” যেকোন ধরণের অনাকাঙ্খিত পরিস্থিতি রোধকল্পে সর্বদা সচেষ্ট থাকবে। এছাড়া পুলিশ সুপার অত্র জেলায় যেকোন ধরণের অপ্রীতিকর পরিস্থিতি রোধকল্পে সার্বিক সহযোগিতা প্রদানের জন্য জেলাবাসীর প্রতি আহ্বান জানান।প্রেস রিলিজ






Shares