Main Menu

কোড্ডায় ট্রেনে কাটা পড়ে শ্রমিকের মৃত্যু

+100%-

প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার তিতাস রেলসেতু সংলগ্ন কোড্ডা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওই শ্রমিকের নাম আলাউদ্দিন মিয়া (৩৫)। ঘটনার সময় সে তিতাস দ্বিতীয় রেলসেতুর এক নির্মাণের কাজে ছিল। তার বাড়ি জামালপুর এলাকায়।  
আখাউড়া রেলওয়ে থানার ওসি নুরুল আমিন জানান, সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


Shares