Main Menu

সংবাদ সম্মেলনে ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্সের কতিপয় পরিচালকের বিরুদ্ধে সভাপতির অভিযোগ

+100%-


প্রতিনিধি ঃ  ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ’র কতিপয় পরিচালকের বিরুদ্ধে স্বেচ্ছারিতার অভিযোগ করেছেন চেম্বার সভাপতি ইলিয়াছ খান। বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। তিনি বলেন, চেম্বারের কতিপয় পরিচালক অগঠনতান্ত্রিকভাবে জটিলতা সৃষ্টি করে তাকে হেনেস্থা করার চেষ্টা করছে।  তিনি বলেন, স্থানীয় কয়েকটি পত্রিকায় তিনি দেখেছেন ওই পরিচালকরা তাকে অন্যায়ভাবে অপসারন করে চেম্বার পরিচালক তানজিল আহমেদকে নতুন সভাপতি মনোনীত করেছেন। তিনি বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান চেম্বার অব কমার্সে সভাপতিকে অপসারনের কোন বিধান নেই। তিনি বলেন, শুধু তাই নয় ওই পরিচালকরা তার সাথে থাকা পরিচালকদের বিভিন্নভাবে হুমকী-ধামকী দিচ্ছে। ইলিয়াছ খান নিজেকে ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্সের বৈধ সভাপতি দাবি করে বলেন, কথিত সভাপতি তার সহযোগীদের বিরুদ্ধে আইনী লড়াই করবেন তিনি। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব তিনি এড়িয়ে যান।






Shares