Main Menu

হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও পূজা উৎযাপন পরিষদের মানববন্ধন, স্মারকলিপি প্রদান

+100%-

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও জেলা পূজা উৎযাপন পরিষদের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। অর্পিত সম্পত্তি প্রত্যাবর্তন আইন সংশোধনের দাবিতে জেলা প্রেসক্লাব চত্তরে বৃহস্পতিবার এ মানববন্ধন করেন তারা। পরে এ বিষয়ে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়। মানববন্ধনে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অমরেন্দ্র রায়, যুগ্ম সাধারন সম্পাদক প্রাণতোষ কুমার পাল,পূজা উৎযাপন পরিষদের সভাপতি সুভাষ পাল, সাধারন সম্পাদক পরিমল রায়, উপদেষ্টা জহরলাল রায় এবং সদস্য এডঃ উত্তম কুমার প্রমুখ।


Shares