Main Menu

২২ সেপ্টেম্বর ত্রিপুরায় আবৃত্তি অনুষ্ঠানে যোগ দেবে তিতাসের ৫ সদস্যের সাংস্কৃতিক দল

+100%-

আগামী ২২ সেপ্টেম্বর ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় সাংস্কৃতিক সংগঠন উড়ান এর শুভযাত্রা শুরু হবে।এ উপলক্ষে সংগঠনের আয়োজনে-এসো কবিতায় হাত ধরি-শীর্ষক এক কবিতা সন্ধা অনুষ্ঠিত হবে বাংলাদেশ ও ভারতবর্ষের কবি ও বাচিকশিল্পিদের অংশগ্রহণে।ঐদিন বিকাল সাড়ে ৫ টায় আগরতলা শহরের সুকান্ত একাডেমী মিলনায়তনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ত্রিপুরা রাজ্যের মূখ্যমন্ত্রী শ্রী মানিক সরকার।এ অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া থেকে তিতাস আবৃত্তি সংগঠনের ৫ সদস্যের সাংস্কৃতিক প্রতিনিধি দল অংশ নেবে।সংগঠনের সদস্য স্বপন কুমার দেবনাথের নেতৃত্বে এ দলে থাকবেন সংস্কৃতি সংগঠক সাংবাদিক দীপক চৌধুরী বাপ্পী,পরিচালক মো.মনির হোসেন,সহকারি পরিচালক বাছির দুলাল,কবি হেলাল উদ্দিন হৃদয়।এছাড়া চট্রগ্রাম থেকে মুজাহিদুল ইসলামের নেতৃত্বে তারুণ্যের উচ্ছাসের ৯ সদস্যের আবৃত্তিশিল্পি ও কবি অংশ নেবেন।এদিন ভারতের কলকাতা,আসামের শিলচর,ত্রিপুরার বেশ কয়েকজন নামী আবৃত্তিশিল্পিও যোগ দেবেন।






Shares