Main Menu

স্কুল পর্যায়ের দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্কে অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয় প্রথম

+100%-

brahmanbaria-dc-dudak-picture5-10-16

দুর্নীতি দমন কমিশন(দুদক) এর উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহায়তায় স্থানীয় অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয়ে আজ বুধবার স্কুল পর্যায়ে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান। তিনি দুর্নীতি প্রতিরোধে সকলকে এগিয়ে আসার আহবান জানান। বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা আনোয়ার হেসেন,অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা নাজমীন,সহকারী কমিশনার আলপনা ইয়াসমিন ও দুদক কুমিল্লা জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী মোঃ আহসানুল কবির পলাশ।

জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রকৌশলী মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তৃতা করেন জেলা দুপ্রকের সহসভাপতি কবি আবদুর মান্নান সরকার, সাধারন সম্পাদক মোহাম্মদ আরজু।জেলার ১২ টি মাধ্যমিক বিদ্যালয় বিতর্ক প্রতিযোগীতায় অংশ গ্রহণ করে। প্রতিযোগীতায় অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয় প্রথম ও কসবা সরকারী উচ্চ বিদ্যালয় দ্বিতীয় স্থান অর্জন করে।






Shares