Main Menu

সরকার ব্র্যান্ডের মাধ্যমে প্রতিটি জেলাকে পরিচিতি করাতে চায় —জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান

+100%-

সোমবার সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ব্র্যান্ডিং বিষয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক রেজওয়ানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন নিতিশ নন্দী মজুমদার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ আসাদুজ্জামান, জেলা শিক্ষা অফিসার গৌতম চন্দ্র মিত্র, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুব্রত কুমার বণিক, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি খ. আ. ম রশিদুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্যানেল মেয়র মোঃ ফেরদৌস মিয়া, ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সহ সভাপতি আলহাজ্ব মোঃ শাহ আলম প্রমুখ।

সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান বলেন, সরকার ব্র্যান্ডের মাধ্যমে প্রতিটি জেলাকে পরিচিতি করাতে চায়। তাই আমাদেরকে মান সম্মত পণ্য উৎপাদন করে এবং পণ্যের গুনগত মান উন্নয়নে ব্রাহ্মণবাড়িয়ার পূর্বের ঐতিহ্যকে ফিরিয়ে আনতে হবে। আমাদের দেশে ব্রাহ্মণবাড়িয়ার ছানামুখী এবং মিষ্টির অনেক সুনাম রয়েছে। তাই আমাদের এই সুনামকে ধরে রাখতে হলে উৎপাদিত পণ্যের গুনগত মান আরো বৃদ্ধি করতে হবে।






Shares