Main Menu

ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের নব নির্বাচিত ম্যানেজিং কমিটির দায়িত্বভার গ্রহণ

+100%-

dsc02384

মঙ্গলবার বিকাল ৫টায় ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের অডিটরিয়ামে প্রতিষ্ঠানের নব নির্বাচিত কমিটির দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বিদায়ী সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ বশিরুল হক ভূইয়ার কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন নব নির্বাচিত সভাপতি আয়কর উপদেষ্টা মোঃ জহিরুল ইসলাম ভূইয়া। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালনা কমিটির নব নির্বাচিত সদস্য চৌধুরী মোহাম্মদ আফজাল হোসেন নিছার, আনোয়ার হোসেন সোহেল, এম এ তাহের চৌধুরী, মোঃ দানা মিয়া, সৈয়দ মোয়াজ্জল হোসেন, সফি উদ্দিন আহমেদ, ফয়জুন্নেহার, নাছরীন আক্তার, নজরুল ইসলাম, তাহেরা বেগম, বিদ্যালয়ের শিক্ষক ইয়াছিন মিয়া, ফরিদ আহমেদ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক মোঃ আব্দুর রকিব। সভায় প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার বলেন, ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয় এই এলাকায় শিক্ষার আলো ছড়াচ্ছে। এই বিদ্যালয়ের গুনগত মান উন্নয়নে নবাগত কমিটি আরো বেশি যত্নবান ও দায়িত্বশীল ভূমিকা পালন করে নিরলসভাবে কাজ করে যাবে বলে আমার বিশ্বাস। তিনি বলেন, সরকার শিক্ষা ক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপ বাস্তবায়ন করে চলেছে। দেশের প্রতিটি নাগরিককে সুশিক্ষার লক্ষ্যে বর্তমান সরকার বিভিন্ন কর্মসূচি গ্রহণ এবং তা বাস্তবায়ন করে চলেছে। মুক্তিযোদ্ধা চেতনায় একটি উন্নতশীল রাষ্ট্র গড়তে শিক্ষকরা সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করতে পারে। তিনি আরো বলেন শিক্ষাই জাতির মেরুদন্ড, শিক্ষিত জাতি ছাড়া উন্নতশীল রাষ্ট্র গড়া সম্ভবপর নয়।






Shares