Main Menu

জেলা যুব মৈত্রী সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন:: এড. মোঃ নাসির আহ্বায়ক ॥ ফরহাদুল ইসলাম পারভেজ ,সদস্য সচিব

+100%-

42209বাংলাদেশ যুব মৈত্রী ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির এক কর্মী সভা গতকাল বৃহস্পতিবার বিকেলে শহরের পুরাতন কাচারী পুকুর পাড়স্থ মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি পাঠাগারে অনুষ্ঠিত হয়েছে। জেলা যুবমৈত্রীর আহ্বায়ক এড. মোঃ নাসির মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব সাংবাদিক দীপক চৌধুরী বাপ্পীর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আবু সাঈদ খান। এ সময় বক্তব্য রাখেন আশুগঞ্জ উপজেলা যুবমৈত্রী আহ্বায়ক দ্বিজেন ঘোষ, বিজয়নগর উপজেলা যুবমৈত্রী আহ্বায়ক সঞ্জয় রায় পোদ্দার, সরাইল উপজেলা যুবমৈত্রী নেতা এম.এ শহীদ পাঠান, যুবমৈত্রী নেতা মনিরুজ্জামান খন্দকার, আরমান উদ্দিন, ফরহাদুল ইসলাম পারভেজ, সাগর দত্ত, অপূর্ব দেব, মাহমুদুল আকাশ, গুলজার খান, শফিক মিয়া, শেখ মোঃ ওমেদ, মোঃ রাব্বি, বিষ্ণুপদ ঘোষ, আয়েত আলী, স্বদেশ চন্দ্র দাস প্রমুখ।

সভায় বক্তারা বলেন, বর্তমানে সরকার সাম্প্রদায়িক শক্তিসমূহকে পরাস্ত করার প্রক্রিয়ায় সক্রিয় থাকলেও দুর্নীতি, জনদুর্ভোগ কমাতে কার্যকরভাবে সফল হতে পারেনি। সরকারি চাকুরীতে নিয়োগ, ঘুষ-দুর্নীতি আজ প্রমাণিত সত্য। ঘুষ দুর্নীতির বিরুদ্ধে আমাদের কার্যকর আন্দোলন করতে হবে বক্তারা বলেন। বক্তারা বলেন, দেশের শিক্ষিত-অর্ধশিক্ষিত, অশিক্ষিত বেকার যুবকদের তালিকা প্রতিদিনই বাড়ছে। বেকারদের কাজের সুযোগ প্রদানে সরকার উদাসীন বলে আমরা মনে করি। অবিলম্বে বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করার দাবী জানান।

সভায় এড. মোঃ নাসির মিয়াকে আহ্বায়ক, দীপক চৌধুরী বাপ্পী, খন্দকার মনিরুজ্জামান, এম.এ শহীদ পাঠান, দ্বিজেন ঘোষকে যুগ্ন আহ্বায়ক ও ফরহাদুল ইসলাম পারভেজকে সদস্য সচিব করে ২৭ সদস্য বিশিষ্ট জেলা সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে।প্রেস রিলিজ






Shares