Main Menu

সরাইলে শ্রীমদ্ভগবদ গীতা গ্রন্থ-বিতরণ

+100%-

sarail pic 08-01-16===
মোহাম্মদ মাসুদ :: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে শ্রীমদ্ভগবদ গীতা শিক্ষা কেন্দ্রের উদ্যোগে ছাত্র-ছাত্রীদের মাঝে গীতা গ্রন্থ-বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল ১১টায় সরাইল শ্রী শ্রী আনন্দময়ী কালীবাড়ীতে এ অনুষ্টানের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী কর্মকর্তা সৈয়দা নাহিদা হাবিবা । বাবু প্রমথ নাথ চর্ক্রবতির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা সাদন কুমার মজুমদার গুহ, সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলী আরশদ, সনজিৎ কুমার দেবনাথ, বাবু ঠাকুর ধন বিশাস, সত্ত চক্রবতী, দুলাল চন্দ্র সুত্রধর, সুদিৎ দত্ত তনুর পরিচালনায় এক আলোচনা সভা ও গীতা গ্রন্থ বিতরন করা হয়। সভায় বক্তারা সুন্দর ও সুস্থ সমাজ গঠনে গীতার শিক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং নানাবিধ সহায়তার আশ্বাষ দেন ।






Shares