Main Menu

জেলা আন্দোলন ও শহীদ পলু দিবস উদযাপনে জেলা উন্নয়ন পরিষদের প্রস্তুতি সভা

+100%-

polo-pic

২৭ নভেম্বর রোববার ঐতিহাসিক ৩৩তম জেলা আন্দোলন ও শহীদ ওবায়দুর রউফ পলু দিবস। যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন উপলক্ষে ২৫ নভেম্বর শুক্রবার বিকালে ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয় মার্কেটে অবস্থিত ব্রাহ্মণবাড়িয়া জেলা উন্নয়ন পরিষদ এর অস্থায়ী কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। দিবস উদযাপন উপ কমিটির আহবায়ক সাবেক পৌর কাউন্সিলর আহসান উল্লাহ্ হাসান এর সভাপতিত্বে আয়োজিত সভায় ২৭ নভেম্বর উদযাপন উপলক্ষে গৃহিত কর্মসূচী সুষ্ঠুভাবে বাস্তবায়নে বিভিন্ন দিক উল্লেখ করে আলোচনায় অংশ নেন ব্রাহ্মণবাড়িয়া জেলা উন্নয়ন পরিষদ আহবায়ক আলহাজ্ব মীর মোস্তাফিজুর রহমান, সদস্য সচিব এহসান উল্লাহ মাসুদ, আরমান উদ্দিন পলাশ, মোখলেছুর রহমান জীবন, তোফাজ্জল হোসেন জীবন, জয়নাল আবেদীন মালদার, অধ্যাপক শেখ জাহাঙ্গীর, শাহ আলম ভূঁইয়া, আনিসুর রহমান রুহেল, মোঃ কামরুল হাসান নান্টু, মোঃ আবুল হাসনাত অপু, মোঃ গোলাম মোস্তফা, এম এ কে মুরাদ।
দিবসের কর্মসূচী: ৩৩তম ঐতিহাসিক জেলা আন্দোলন ও শহীদ ওবায়দুর রউফ পলু দিবস উদযাপন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা উন্নয়ন পরিষদের গৃহিত কর্মসূচীর মধ্যে রয়েছে- আগামীকাল ২৭ নভেম্বর রোববার ভোরে শহীদ পলুর রূহের মাগফেরাত ও দেশবাসীর সুখ সমৃদ্ধি কামনায় জেলার সকল মসজিদ মন্দির উপাসনালয়ে প্রার্থনা, সকাল ৭টায় কালো ব্যাজ ধারণ এবং কালো পতাকা উত্তোলন, ৯টায় শেরপুর হযরত মীর শাহাবুদ্দিন (রাঃ) মাজার সংলগ্ন শহীদ ওবায়দুর রউফ পলুসহ সকল প্রয়াত মুসলিমের কবর জেয়ারত, ১০টায় স্থানীয় দানবীর লোকনাথ রায় চৌধুরী কমপ্লেক্স পৌর কমিউনিটি সেন্টারে চত্বরে আলোচনা সভা।
গতকাল অনুষ্ঠিত প্রস্তুতি সভার আলোচকগণ আগামীকাল ২৭ নভেম্বরের উক্ত সকল কর্মসূচীতে আমন্ত্রিত ব্যক্তিগণ এবং জেলা উন্নয়ন পরিষদের সকল পর্যায়ের কমিটির নেতাকর্মীদের সবান্ধব অংশগ্রহণ কামনা করেছেন।






Shares