Main Menu

কাজের গুনগত মান রেখে নির্মাণ সম্পন্ন করতে হবে –পৌর মেয়র নায়ার কবীর

+100%-

first workডেস্ক ২৪::  বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ভাদুঘর এলহামপাড়া মসজিদের পাশে পুকুরের পূর্বপাড়ে গাইড ওয়াল ও রাস্তা নির্মাণ কাজ পরিদর্শন করেছেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবীর।

এ সময় উপস্থিত ছিলেন পৌর সচিব ইসহাক ভূইয়া, নির্বাহী প্রকৌশলী গোলাম মোহাম্মদ, সহকারী প্রকৌশলী মোঃ কাউসার আহমেদ, ৭নং ওয়ার্ড কাউন্সিলর ফেরদৌস মিয়া, ১১নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হাই ডাবলু, ১২নং ওয়ার্ড কাউন্সিলর রফিকুল ইসলাম নেহার, সাবেক কাউন্সিলর শামীমা আক্তার, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য হাজী আজিজুর রহমান বাচ্চু, ১২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক আব্দুর রকিব ভূইয়া, হাজী রুমুজ উদ্দিন, হাজী আফসার উদ্দিন, হাজী আব্দুর রৌফ মুহুরী, হাজী আয়াত আলী, আবুল হাসান মাষ্টার, আরব আলী প্রমুখ।

কাজ পরিদর্শনকালে পৌর মেয়র নায়ার কবীর বলেন, পৌরবাসীর কল্যাণে কাজের গুনগত মান রেখে নির্মাণ সম্পন্ন করতে হবে। ত্রটিযুক্ত কাজ কোনভাবেই গ্রহণযোগ্য হবে না। তিনি এ সময় স্থানীয় পৌর নাগরিকদের উদ্দেশ্যে বলেন, মানসম্মত কাজ করতে আপনাদের সার্বিক সহযোগিতার প্রয়োজন।

উল্লেখ্য, ৩৪ লাখ ২২ হাজার ৬৯৮ টাকা ব্যয়ে ভাদুঘর এলহামপাড়া মসজিদের পাশে পুকুরের পূর্বপাড়ে গাইড ওয়াল, রাস্তা নির্মাণ ও সাবেক কাউন্সিলর আক্তার জাহান আরসিসি রাস্তা নির্মাণ কাজ সম্পন্ন করা হবে।






Shares